Shohid24 Submit
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
23/11/2003
Date
04/08/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
শহীদ সরোয়ার জাহান মাসুদ (২১) ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর ইউনিয়নের মীর বাড়ির প্রবাসী শাহজাহান টিপুর ছেলে। তার ছোট ভাই সামীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভাইয়া শুরু থেকে আন্দোলনে সক্রিয় ছিলেন। অন্যান্য দিনের মতো সেদিন ভাইয়া আমার আগে আন্দোলনে অংশ নিতে ফেনীর মহিপাল অংশে চলে যায়। আমি পরে সেখানে গিয়ে ভাইয়ার সাথে দেখা করি। আমি মহিপাল ফ্লাইওভারের ওপরে উঠি, ভাইয়া নিচে ছিল। ওইদিন দুপুরের দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত চারদিক ঘেরাও করে গুলি করতে থাকে। গুলির আওয়াজ শুনে ভাইয়াকে কল দিচ্ছিলাম কিন্তু ভাইয়া কল ধরছিল না। পরে সেখানে থাকা কেউ একজন কল ধরে বললেন ভাইয়া গুলিবিদ্ধ হয়েছেন। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। ভাইয়ার বুকে দুইটি ও হাতে একটি গুলি লাগে। সামীর আরও বলেন, ভাইয়ার গুলি লাগার কথা শুনে তাৎক্ষণিক আমি এবং আরও কয়েকজন মিলে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু পথিমধ্যে দাগনভূঞার বেকের বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা গাড়ি থামিয়ে দেয়। ভাইয়াকে তারা রাজাকার বলে হাসপাতালে নিতে বাধা দেয়। এসময় তাদের পা ধরে কান্নাকাটি করেও রেহাই মেলেনি। এক পর্যায়ে তাদের অনেক অনুরোধ করার পর তারা আমাদের ছাড়ে। পরে ভাইয়াকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কান্নাজড়িত কণ্ঠে সামির বলেন, সেখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় লাশ সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখান থেকে বাড়িতে নিতে চাইলেও বাধা দেওয়া হয়। আমাকে পাকিস্তান বাজার এলাকায় আবারও মারধর করা হয়। পরে রাত ১টায় ভাইয়ার লাশ বুঝে পেলে রাতের মধ্যেই লাশ দাফনের নির্দেশ দেয়া হয়। সেদিন আমার ভাই বেঁচে ছিল সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারলে ভাইয়া হয়ত প্রাণে বেঁচে যেত।
Cause
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ (২১)। আন্দোলন যখন তুঙ্গে, তখন সারা দেশের মতো ফেনীও উত্তাল। ৪ আগস্ট ২০২৪। আন্দোলনে অংশ নিতে সেদিন ফেনীর মহিপালে যান মাসুদ। মহিপাল ফ্লাইওভারের পাশে বিক্ষুব্ধ ছাত্র-জনতার সঙ্গে জমায়েত হন তিনি। ওইদিন দুপুরের দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত চারদিক ঘেরাও করে গুলি করতে থাকে। গুলিতে মারাত্মক আহত হন মাসুদ। তার বুকে দুইটি ও হাতে একটি গুলি লাগে। মহিপাল সার্কিট হাউজ রোডে পড়ে থাকে তার নিথর দেহ। জানা গেছে, তখনও মাসুদ জীবিত ছিলেন। এমন পরিস্থিতিতে মাসুদের ছোট ভাই মাসুম আল সামীর তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। ফেনীর দাগনভূঞা সদর হাসপাতালে যাওয়ার জন্য রওনা হন। তবে স্থানীয় আওয়ামী লীগের লোকজন মাসুদকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে হাসপাতালে নিতে বাধা দেয়। তাকে যারা হাসপাতালে নেওয়ার সময় তাদের উপর হামলা চালায়। সেদিন তাকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়ত প্রাণে বেঁচে যেতেন শহীদ মাসুদ।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Shaheed Shahid Sarowar Jahan Masud (21) was the son of expatriate Shahjahan Tipu of Mirbari in North Joyalskor Union of Daganbhuiyan Upazila in Feni. His younger brother Sami told The Daily Campus, "Bhaiya was active in the movement from the beginning. Like other days, bhaiya went to participate in the movement in Mahipal area of Feni before me. I met bhaiya after going there. I got on top of the Mahipal flyover, bhaiya was below. Around noon that day, terrorists from Awami League, Jubo League, and Chhatra League suddenly surrounded and started shooting from all sides. I was calling bhaiya after hearing the sound of the shooting, but bhaiya was not picking up the call. Later, someone who was there picked up the call and said that bhaiya had been shot and was lying unconscious on the road. Two bullets hit bhaiya's chest and one hit his hand. Sami further said, "As soon as I heard about bhaiya being shot, I and a few others immediately went to rescue him and headed towards Daganbhuiyan Upazila Health Complex. But on the way, the local Awami League, Jubo League, and Chhatra League workers stopped our vehicle at Bekar Bazar area in Daganbhuiyan and did not allow us to take bhaiya to the hospital, calling him a Rajakar. Even after we begged them and cried, they did not spare us. At one point, after we requested them a lot, they let us go. Then we took bhaiya to Daganbhuiyan Health Complex. With a tearful voice, Sami said, "After taking him there, the doctor on duty declared him dead. At that time, the body was sent to the Sadar Hospital. But when I tried to take the body home, I was obstructed. I was beaten again in the Pakistan Bazar area. Later, at 1 am, when I finally got bhaiya's body, I was directed to bury the body at night. If I could have taken bhaiya to the hospital on time that day, maybe bhaiya would have survived.
Cause
Sarowar Jahan Masud, a 21-year-old student of Feni Government College, was active in the anti-discrimination student movement from the beginning. When the movement was at its peak, Feni was also turbulent like the rest of the country. On August 4, 2024, Masud went to Mohipal to participate in the movement. He gathered with the agitated students and people near the Mohipal flyover. That day, around noon, the terrorists of the Awami League, Jubo League, and Chhatra League suddenly surrounded the area and started firing. Masud was seriously injured in the firing, with two bullets hitting his chest and one in his hand. His lifeless body lay on Mohipal Circuit House Road. It is known that Masud was still alive at the time. In such a situation, Masud's younger brother, Masum Al Sami, came forward to rescue him. They set out for Daganbhuiya Sadar Hospital in Feni. However, local Awami League workers blocked the way, calling Masud a "Razakar," and prevented him from being taken to the hospital. They also attacked those who were trying to take him to the hospital. If Masud had been taken to the hospital on time that day, he might have survived.
Submit Edit Request