Shohid24 Submit
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
07/08/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
আমার আব্বু ঘুম থেকে ওঠে না কেন? আব্বু কবে আসবে? এতো ঘুমায় কেন? ঘুম থেকে উঠলে আব্বু চলে আসবে, আমার জন্য চকলেট চিপস নিয়ে আসবে, এমন আশা নিয়ে প্রতিটি দিন পার করছে ছোট্ট শিশু ছয় বছরের হুমায়রা আক্তার। কুমিল্লায় ছাত্র-জনতার আন্দোলনে শহিদ মিলন মিয়ার একমাত্র সন্তান হুমায়রা। সে স্থানীয় খান্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। শহিদ মিলন মিয়া (৩২) কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার খান্নাপাড়া এলাকার কবিরাজ বাড়ির বাসিন্দা। বাবা মোঃ নূর ইসলাম (৬৫) একজন সিএনজি চালক। মা নুরুনন্নেছা (৫৬) গৃহিণী। শহিদ মিলন মিয়ার স্ত্রী খালেদা আক্তার (২৬) ও একমাত্র সন্তান হুমায়ারা আক্তার। পরিবার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রেল স্টেশন এলাকায় যোগ দেন মিলন। সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পিটিয়ে আহত করে। পরে আহতাবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এরপর নেওয়া হয় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে। সেখান থেকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই সময়ে আর্থিক সংকটের কারণে ঢাকায় না নিয়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুদিন আইসিওতে থাকার পর ৭ আগস্ট মিলন মারা যান। দু’ভাই ও পাঁচ বোনের মধ্যে মিলন পঞ্চম। সবার বড় বোন মর্জিনা আক্তার (৩৮), ২য় বোন আসমা আক্তার (৩৬), তৃতীয় বোন রাবেয়া আক্তার (৩৪)। চতুর্থ ভাই মামুন মিয়া (৩৩) বিবাহিত। সে পেশায় একজন সিএনজি চালক। পরিবারের সদস্যদের মধ্যে পঞ্চম ছিলেন শহিদ মিলন। মিলনের পরের বোন ফজিলোতুননেছা (১৮) বিবাহিত ও সবার ছোট বোন আকলিমা আক্তার (১৫) স্থানীয় শ্রীকান্ত মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। শহিদ মিলন মিয়ার বাবা নূর ইসলাম বলেন, ‘আমার দু’ছেলে ও পাঁচ মেয়ের বড় সংসার। আমি ও আমার দু’ছেলে সিএনজি চালিয়ে সংসার চালাতাম। আমার ছেলে মিলনকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পিটিয়ে ও মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে। ছেলেটির একটি মাত্র মেয়ে ও স্ত্রী আজ অসহায়।’ তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পাঁচ লাখ টাকা এবং মুরাদনগরে একটি অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে দু’লাখ টাকা অনুদান পাওয়ার কথা জানান। মা নুরুনন্নেছা বলেন, ‘আমার ছেলেটাকে তারা পিটিয়ে হত্যা করেছে। সে আহতাবস্থায় বাসায় আসে। আমি তার কাছে গেলে সে মা ডাকতে চেষ্টা করেও পারেনি। মুখ দিয়ে কথা বের হয়নি। মা বলে কিছু একটা বলতে চেয়েছিলো। তার শেষ কথাটা আমার আর শোনা হলো না।’ শহিদ মিলন মিয়ার স্ত্রী খালেদা আক্তার বলেন, ‘গত ৫ আগস্ট আমার স্বামী আন্দোলনে গেলে তাকে আওয়ামী লীগের কর্মীরা পিটিয়ে ও মাথায় পাথর দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে। আহতাবস্থায় বাসায় আসে। কিন্তু কোন কথা বলতে পারেনি। পরে বিভিন্ন হাসপাতালের পর কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইসিওতে ৭ আগস্ট মারা যায়। তিনি আরো বলেন, ‘আমার বাবা নেই, স্বামীও মারা গেছে। একমাত্র সন্তান শিশু হুমায়রাই আমার একমাত্র অবলম্বন। শ্বশুর বাড়ির ও আমার বাবার বাড়ি সবাই নিম্ন-আয়ের মানুষ। দিন আনে দিন খায়। তারা কেউই আমার ভরণ-পোষণ চালানোর মত অবস্থায় নেই। আমার স্বামীর স্বপ্ন ছিলো মেয়েকে লেখাপড়া করিয়ে মানুষ করবে। আমি আমার মেয়েটাকে লেখাপড়া করাতে চাই। স্বামীর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সেজন্য সরকার বা বিত্তবানদের সহযোগিতা চাই। তাছাড়া ছোট্ট একটা চাকরি পেলেও কোন রকম জীবনটা বাঁচাইতে পারতাম। নয়তো পথে বসতে হবে।’ নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বাসসকে বলেন, ‘সরকারি যে কোন সহযোগিতা আগে শহিদ মিলন মিয়ার পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। এছাড়া তাঁর মেয়ের লেখাপড়ার বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Cause
আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পিটিয়ে আহত করে। পরে আহতাবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এরপর নেওয়া হয় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে। সেখান থেকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই সময়ে আর্থিক সংকটের কারণে ঢাকায় না নিয়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুদিন আইসিওতে থাকার পর ৭ আগস্ট মিলন মারা যান।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Why doesn't my father wake up from sleep? When will my father come? Why does he sleep so much? Little Humaiera Aktar, a six-year-old, is spending each day in the hope that if her father wakes up, he will come with chocolate chips for her. Humaiera is the only child of Shaheed Milan Mia, who was martyred in the student movement against discrimination in Kumilla. She is a first-grader at the local Khannapara Government Primary School. Shaheed Milan Mia (32) was a resident of the Khabiraj Bari area of Kumilla's Nangalkot municipality. His father, Mohammad Nur Islam (65), is a CNG driver, and his mother, Nurnahar (56), is a housewife. According to family sources, Milan joined the student movement against discrimination in the Nangalkot municipal area on August 5. He was beaten and injured by Awami League and Chhatra League leaders and activists in the railway station area. He was given medical treatment locally and then taken to the Nangalkot Upazila Health Complex. From there, he was sent to the Kumilla Medical College Hospital. As his condition worsened, he was referred to the Dhaka Medical College Hospital. However, due to financial constraints, he was admitted to a local hospital instead. After two days in the ICU, Milan died on August 7. Milan's father, Nur Islam, said, "I have a large family with two sons and five daughters. My son Milan was killed by Awami League and Chhatra League leaders and activists. They beat him and hit him with stones on the head. My son's only child, Humaiera, and his wife, Khalida, are now helpless." Milan's mother, Nurnahar, said, "My son was beaten to death. He came home injured and tried to call me, but he couldn't speak. He wanted to say something, but I couldn't hear his last words." Milan's wife, Khalida, said, "My husband joined the movement on August 5 and was beaten by Awami League activists. He was injured and couldn't speak. He was taken to various hospitals and eventually died at the Kumilla Trauma Hospital on August 7." Khalida added, "I don't have a father, and my husband is dead. My only child, Humaiera, is my only support. My husband's dream was to educate our daughter and make her a better person. I want to fulfill his dream, but I need help from the government or wealthy people. I also need a small job to support my family, or else we will have to live on the streets." The Nangalkot Upazila Executive Officer (UNO), Mohammad Al Amin Sarwar, said, "The government will provide all necessary support to Shaheed Milan Mia's family. We will also ensure that his daughter's education is taken care of."
Cause
Awami League and Chhatra League leaders and activists beat him up and injured him. Later, he was given medical treatment locally in an injured condition. After that, he was taken to Nangalkot Upazila Health Complex. From there, he was sent to Comilla Medical College Hospital. As his condition deteriorated, he was referred to Dhaka Medical College Hospital. At that time, due to financial constraints, he was not taken to Dhaka and was admitted to a local hospital. After staying in the ICU for two days, Milan died on August 7.
Submit Edit Request