Shohid24 Submit
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
05/08/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আগের দিন দুপুরে ঢাকা থেকে ব্যবসার কাজ শেষ করে টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে গাজীপুর-মাওনা চৌরাস্তার পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় স্বৈরাচার পতনের উত্তাল মিছিলে পুলিশের গুলিতে নিহত হন টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মাঝিরা গ্রামের লালমিয়া (৪৫)। সম্প্রতি সরেজমিনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মাঝিরা গ্রামে লালমিয়ার বাড়িতে তার স্ত্রী আম্বিয়া বেগমের সঙ্গে আলাপ হয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর প্রতিবেদকের। লালমিয়ার স্ত্রী আম্বিয়া বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার স্বামী খুবই সহজ-সরল একজন মানুষ ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ঢাকায় মুরগির ব্যবসা করতেন। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কেন আমার স্বামীকে এভাবে গুলি করে মেরে ফেলল? কী দোষ ছিল তার? কেন তাকে গুলি করে হত্যা করা হলো? আমি স্বামীর হত্যার বিচার চাই।’ লালমিয়ার স্ত্রী সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘সেদিন ছিল স্বৈরাচারবিরোধী একদফা আন্দোলনে উত্তাল ৪ আগস্ট। সকাল থেকেই ছাত্র-জনতার দখলে ছিল গাজীপুর-মাওনা চৌরাস্তা। হাজারো জনতা পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। লাল মিয়া সেদিন ঢাকার তেজগাঁও এলাকায় দুপুরে মুরগি বিক্রি করে টাঙ্গাইলের বাড়ি ফেরার উদ্দেশে রওনা দেন। গাড়ি চলাচল বন্ধ থাকায় তাকে কখনো ভ্যানে, কখনো সিএনজিতে ভেঙে ভেঙে টাঙ্গাইলের দিকে আসতে হচ্ছিল। কোনো গাড়ি না পাওয়ায় শেষ পর্যন্ত পায়ে হেঁটে রওনা দেন তিনি। সর্বশেষ পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছালে ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে জড়িয়ে পড়েন লাল মিয়া। এ সময় পুলিশ সদস্যরা এলোপাতাড়ি গুলি চালায়। হঠাৎ লাল মিয়া পেটে গুলিবিদ্ধ হন এবং রাস্তায় লুটিয়ে পড়েন। লালমিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ তখন পাশে ছিলেন না। দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকেন তিনি। পরে এক ভ্যানচালক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে যান লালমিয়া। পরদিন ৬ আগস্ট মধুপুরের মাঝিরা গ্রামে এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। আম্বিয়া বেগম বলেন, ‘আমার দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ে লামিয়া (২১)কে আগেই বিয়ে দিয়ে দিয়েছি। বর্তমানে মেঝ মেয়ে নুমিয়া (১৫) এবং একমাত্র ছেলে আব্দুল আহাদ (১১) স্থানীয় কাশিপুর মডেল মাদ্রাসায় পড়ছে।' তিনি বলেন, 'স্বামীর রেখে যাওয়া চার শতাংশ বসতভিটা ছাড়া আমাদের আর কোনো জায়গা-জমি নেই। আমার স্বামী বেঁচে থাকলে সন্তানদের পড়ালেখা ও সংসারের খরচ নিয়ে আমাকে ভাবতে হতো না। এখন সরকার যেন আমাদের দিকে একটু দৃষ্টি দেয়, আমরা সেই অপেক্ষায় আছি।’ তিনি আরও জানান, ‘স্বামী লালমিয়ার মৃত্যুর পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দল আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ লাখ টাকা, স্থানীয় বিএনপির পক্ষ থেকে ১০ হাজার টাকা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান পেয়েছি আমরা।’ লালমিয়ার বড় মেয়ের জামাই রবিউল ইসলাম সোহাগ বলেন, ‘ঘটনার দিন শ্বশুরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে শ্বশুরের মোবাইল ফোন থেকে একজন প্রথমে আমাকে জানায় যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। খবর পাওয়ামাত্র আমরা সেখানে ছুটে যাই। তখন ডাক্তার জানালেন, শ্বশুর লাল মিয়ার পেটে, নাভীর কাছে একটি গুলি লেগেছে। পরে অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। আমার শ্বশুর অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বড় জামাই হিসেবে আমাকে খুব ভালোবাসতেন। সব সময় ফোন দিয়ে আমাদের খোঁজ-খবর রাখতেন। সেদিন বারবার ফোন দিয়ে বলছিলাম, আজ টাঙ্গাইল যাওয়ার দরকার নেই। আমার বাসায় থাকুন। পরিস্থিতি ভালো হলে যাবেন। কিন্তু তিনি আমার কথা শোনেননি।’ লালমিয়ার ভাতিজা সুজন আলী বলেন, ‘চাচা খুব সহজ-সরল ও সৎ মানুষ ছিলেন। ছোটবেলা থেকে তাকে কোনো অন্যায় কাজে যুক্ত হতে দেখিনি। এমনকি কখনো কারও সঙ্গে ঝগড়া-বিবাদ করতেও দেখিনি।’ লালমিয়ার ছেলে আব্দুল আহাদ (১১) বলেন, ‘বাবা আমাদের সবাইকে অনেক ভালোবাসতেন। যখন যা প্রয়োজন, তা আমাদের কিনে দিতেন। আজ বাবা নেই। তিনি এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, আর আমাদের মাঝে আসবেন না—এটা ভাবলেই কান্না পায়। তবে আমার একটাই দাবি, বাবার হত্যাকারীদের বিচার চাই। সেই সঙ্গে সরকার যেন বাবাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়। সবাই বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’ মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। শহীদ লালমিয়ার পরিবারকে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া লালমিয়ার স্মৃতি ধরে রাখতে তার বাড়িতে ১ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে একটি সাবমার্সিবল পানির পাম্প বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে তার পরিবার এবং আশপাশের এলাকার মানুষ বিনামূল্যে সেই পানি ব্যবহার করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘লালমিয়ার ছেলে-মেয়েদের মাদ্রাসায় বিনাবেতনে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। লালমিয়া দেশের জন্য প্রাণ দিয়েছেন। তার এই আত্মত্যাগ কখনও ভোলার নয়। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
Cause
পুলিশ কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছে।
English
Name
Info
Birth Place
Profession
Bio
On the eve of the historic mass uprising of the student community on 5 August, Lal Mia, 45, from Majaera village of Golabari union in Madhupur upazila of Tangail, was shot dead by police at the Pallibidyut Mor area of Gazipur-Maona intersection while returning home from Dhaka after finishing his business. Recently, the Bangladesh state news agency BSS correspondent spoke with Lal Mia's wife Ambiya Begum at their home in Majaera village of Golabari union in Madhupur upazila of Tangail. Ambiya Begum said, "We are poor people. My husband was a very simple and honest man. He was a small businessman by profession and used to do chicken business in Dhaka. He was not involved in any politics." "Why was my husband killed in such a manner? What was his fault? Why was he killed? I want justice for my husband's murder," she added. Describing the incident, Ambiya Begum said, "On August 4, the student community's anti-autocracy movement was in full swing. Thousands of people had blocked the Dhaka-Mymensingh highway at the Pallibidyut Mor area. Lal Mia left Dhaka's Tejgaon area for his home in Tangail after selling chickens that day." "Due to the suspension of vehicular movement, he had to travel to Tangail in phases, sometimes by van and sometimes by CNG, but eventually, he started walking. Eventually, he got caught up in the student community's procession at the Pallibidyut Mor area. At that time, the police fired indiscriminately and Lal Mia was shot in the abdomen and fell to the ground." "No one was around to take him to the hospital. He lay on the ground for a long time. Later, a van driver rescued him and admitted him to Enam Medical College Hospital in Savar." "After two days of treatment in the ICU, he succumbed to death. He was buried in the family graveyard in Majaera village after his janaza prayer on August 6," she said. Ambiya Begum said, "I have two daughters and a son. My eldest daughter Lamia, 21, is already married. Currently, my middle daughter Numia, 15, and my only son Abdul Ahad, 11, are studying at the local Kashipur Model Madrasa." "We do not have any land or property other than the four decimals of land my husband left behind. When my husband was alive, I did not have to worry about the education and family expenses of my children. Now, we are waiting for the government to pay attention to us," she added. She also said, "After my husband's death, the local administration and political parties have stood by our family. We have received a donation of Tk 200,000 from Bangladesh Jamaat-e-Islami, Tk 10,000 from the local BNP, and Tk 20,000 from the local administration." Lal Mia's son-in-law Robiul Islam Sohag said, "On the day of the incident, my father-in-law was admitted to Enam Medical College Hospital. Later, I was informed by someone over the phone from my father-in-law's mobile phone that he had been shot." "As soon as I got the news, I rushed to the hospital. The doctor told me that my father-in-law, Lal Mia, had been shot in the abdomen. After the operation, he was kept in the ICU. After two days of treatment, he died." "My father-in-law was a very good man. As his eldest son-in-law, he loved me very much. He always inquired about our well-being over the phone. On that day, I was telling him over the phone not to go to Tangail and to stay at our place, but he did not listen to me," he added. Lal Mia's nephew Sujan Ali said, "My uncle was a very simple and honest man. Since childhood, I have not seen him involved in any injustice or quarreling with anyone." Lal Mia's son Abdul Ahad, 11, said, "My father loved all of us very much. Whenever we needed anything, he would buy it for us. Now that my father is no more, it's unbearable to think that he will never return." "I have only one demand: I want justice for my father's killers. I also want the government to give my father a state funeral. Everyone, please pray for my father, may Allah grant him Jannat," he added. Mohammad Zubair Hossain, the executive officer of Madhupur upazila, said, "During the student movement against inequality, one person was killed and 14 were injured in Madhupur upazila of Tangail." "The family of the martyr, Lal Mia, has already been given Tk 20,000 as a donation from the upazila administration. Additionally, a plan has been made to install a submersible water pump worth Tk 110,000 at his home to commemorate his memory. Once implemented, his family and the people of the surrounding area will be able to use this water for free," he said. He further said, "Arrangements have been made for the children of Lal Mia to study at the madrasa without paying any fees. Lal Mia sacrificed his life for the country. His sacrifice will never be forgotten. I express my deep condolences to his family," he added.
Cause
Shot dead by police.
Submit Edit Request