Shohid24 Submit
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
02/01/2002
Date
04/08/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
সেদিন ছিল ২০২৪ সালের ৫ আগস্ট। বিজয়ের মিছিল এগিয়ে যাচ্ছিল শফিপুর আনসার একাডেমির দিকে। রাজধানীজুড়ে তখন উৎসবমুখর জনতা, সবার চোখে বৈষম্যমুক্তির দুর্নিবার স্বপ্ন আর হৃদয়ে স্বৈরাচার পতনের অনিন্দ্য আনন্দ। এই উৎফুল্ল জনতার অংশ ছিলেন অন্তর। আগের দিন গায়ে গুলি লেগেছে। অসুস্থ শরীর। তবু দমে যাননি তিনি। ফ্যাসিস্ট সরকার পতনের বিজয়ের মিছিলে ছিলেন সামনের সারিতে। শহীদ মো. অন্তর ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী হাট ইউনিয়নের কৈজুরী গ্রামে জন্মগ্রহণ করেন ২০০২ সালের ২ জানুয়ারি। বাবা মো. আব্দুল হক (৬৫) ও মা মোছাম্মৎ জয়নব খাতুন (৬০)। দুই ভাই ও চার বোনের মধ্যে অন্তর ছিলেন সবার ছোট। বড় ভাই আলাদা থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে। অন্তর নিজের পড়াশোনার পাশাপাশি পরিবার চালানোর জন্য কঠোর পরিশ্রম করতেন। শাহজাদপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। পরিবারের খরচ চালানোর জন্য অন্তর গাজীপুরের শফিপুরে অ্যাপেক্স কোম্পানিতে চাকরি করতেন। গাজীপুর থেকে পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে আবার ফিরে যেতেন। পরিবারের খরচ ও নিজের পড়াশোনার খরচ তিনিই চালাতেন। ২০২৪ সালের ৪ আগস্ট পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন শহীদ অন্তর। ৫ আগস্ট, যখন জনগণের চূড়ান্ত বিজয় ঘটে, সেদিন অসুস্থ থাকা সত্ত্বেও বিজয় মিছিলে অংশগ্রহণ করেন অন্তর ইসলাম। প্রথমে তার লাশের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা খুঁজে বের করে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেইদিনই রাত ২টা ৩০ মিনিটে অন্তরের লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। পরের দিন ৬ আগস্ট সকাল ৯ টায় কৈজুরী মাদ্রসা মাঠে জানাজা নামাজ শেষে কৈজুরী কবরস্থানে তাকে দাফন করা হয়।
Cause
বিজয় মিছিল শফিপুর আনসার একাডেমির দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ বাহিনী বিজয় মিছিলে গুলি চালায়। এ সময় একটি গুলি চোখের ভিতর দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে যায় এবং অন্যটি কপাল দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়। সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
English
Name
Info
Birth Place
Profession
Bio
It was August 5, 2024. The victory procession was heading towards Shafipur Ansar Academy. The capital was filled with festive crowds, with everyone's eyes on the elusive dream of equality and their hearts filled with the indescribable joy of the fall of the authoritarian regime. Antar was part of this jubilant crowd, despite being injured the previous day. Antar's body was wounded, but his spirit was not. He was at the forefront of the victory procession that marked the fall of the fascist government. Shahid Mohammad Antar Islam was born on January 2, 2002, in Kaizuri village of Kaizuri Hat Union in Shahzadpur upazila of Sirajganj district. His father, Mohammad Abdul Haq, 65, and mother, Mosammat Joyanab Khatun, 60, had high hopes for their youngest child. Antar had an older brother and four sisters, all of whom were married and lived separately. To support his family, Antar worked hard, balancing his studies with a job. Antar was a third-year student of the History Department at Shahzadpur Government College. To support his family, he worked at Apex Company in Shafipur, Gazipur. He would travel from Gazipur to take his exams and return to work. Antar single-handedly supported his family and funded his own education. On August 4, 2024, Antar was injured by a rubber bullet fired by the police. Despite his condition, he participated in the victory procession on August 5, the day the people finally triumphed. Initially, his body was nowhere to be found, but later, protesting students discovered him and took him to the Kalihati Upazila Health Complex, where the duty doctor declared him dead. Antar's body was taken to his village home at 2:30 am that night. The next day, on August 6, his funeral prayer was held at the Kaizuri Madrasa ground at 9 am, and he was buried at the Kaizuri Cemetery.
Cause
As the Vijay procession approached the Shafipur Ansar Academy, the police force opened fire on the procession. At this time, one bullet entered through the eye and came out from the back, and the other entered through the forehead and came out from the back of the head. Immediately, he fell to the ground.
Submit Edit Request